Alexa ভারতের নারী দলের কোচ গ্রেফতার

ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০১৯,   আশ্বিন ২৯ ১৪২৬,   ১৪ সফর ১৪৪১

Akash

ভারতের নারী দলের কোচ গ্রেফতার

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৫৩ ৩ এপ্রিল ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাজ তার কোচিং করানো। কিন্ত ক্রিকেট বাজিকরদের সঙ্গে সম্পর্ক থাকায় কলংকজনক এ বদনামটি এসে গেল তার কাধে। তিনি ভারতীয় নারী দলের সাবেক কোচ তুষার আরতি।

আইপিএলের ম্যাচ বাজিকরদের সাথে যুক্ত থাকার অভিযোগে ভারতীয় নারী দলের সাবেক এই কোচ তুষার আরতিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

সোমবার কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন তার সাথে আরো ১৮ বাজিকরকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরোদা ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার জেএস জাদেজা।

পুলিশ জানিয়েছে, বরোদার সাগুন এক্সটোরিয়া ক্যাফে থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, একাধিক গাড়ি ও প্রজেক্টর জব্দ করা হয়। 

ডেপুটি কমিশনার জাদেজা বলেছেন, ‘আমরা ১৮ জন বাজিকরের সাথে তুষার আরতিকে গ্রেফতার করেছি। তাদের ফোন ও গাড়িও জব্দ করা হয়েছে।’

২০১৭ সালের এপ্রিলে ভারতীয় নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া তুষার গেল বছর জুলাইতে পদত্যাগ করেন। এর আগে ২০০৮ ও ২০১২ সালে ভারতীয় নারী দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/সালি