Alexa ভারতের কারাগারে একত্রে রোজা রাখছে হিন্দু-মুসলমান!

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ভারতের কারাগারে একত্রে রোজা রাখছে হিন্দু-মুসলমান!

 প্রকাশিত: ০৯:২৩ ১ জুন ২০১৭  

ভারতের লখনউয়ে জেলের মধ্যেই মুসলমান কয়েদিদের সঙ্গে একাত্মতা প্রকা করে হিন্দু কয়েদিরাও নজির গড়লেন। সম্প্রীতির নিদর্শন স্বরূপ মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছেন বেশ মুজাফফরনগরের জেলে কয়েকজন হিন্দু কয়েদি। জেল সুপারিনটেন্ডেন্ট রাকেশ সিং জানিয়েছেন, ওই জেলে মোট ১১৭৪ জন মুসলিম বন্দী রয়েছেন। আর হিন্দু বন্দীর সংখ্যা ৩২। মুসলিম বন্দীদের সঙ্গে রমজান পালন করছেন হিন্দুরাও। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা রোজা রাখছেন তাদের জন্য দুধ ও ফলের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে ১৪ ভাগই মুসলিম। তবে দেশটির মুসলিমরা নানা ধরনের নিপীড়নের শিকার হন। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমবিদ্বেষ আরও বেড়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন। দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক হিংসামূখর বর্তমান ভারতে হিন্দু-মুসলিম একত্রে রোজা রাখার মতো এমন বিরল ঘটনাকে ইতিবাচক চোখে দেখছেন সকলে। ডেইলি বাংলাদেশ/আইজেকে