Alexa ভারতীয় মন্ত্রীর সিনেমায় মোশাররফ করিম!

ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০১৯,   কার্তিক ৩০ ১৪২৬,   ১৭ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ভারতীয় মন্ত্রীর সিনেমায় মোশাররফ করিম!

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৫৩ ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ১১:৫৪ ৬ নভেম্বর ২০১৯

মোশাররফ করিম

মোশাররফ করিম

পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু একজন নাট্যকর্মী। চলচ্চিত্রেও রয়েছে তার বেশ সুনাম। এবার আসছে তার নতুন ছবি। যেখানে অভিনয় করছেন বাংলাদেশের তারকা মোশাররফ করিম। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এমন খবর প্রকাশ করেছে। 

সম্প্রতি ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশে এসেছিলেন ব্রাত্য বসু। অনুষ্ঠানে এসেই মোশাররফ করিমকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ এবং তার সঙ্গে নিজের ছবি নিয়ে আলোচনা করেন।  

জনা যায়, নতুন এই ছবিটির নাম ‘ব্যবধান’। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম ও আবির চ্যাটার্জি। আগামী বছরের ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হবে। 

এছাড়াও বাংলাদেশ থেকে আরো অভিনয় শিল্পী থাকবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ব্রাত্য বসু নিজেই।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু একজন নাট্যকর্মী। চলচ্চিত্রেও রয়েছে তার বেশ সুনাম। তিনি সর্বশেষ ২০১০ সালে একটি সিনেমার নির্দেশনা দেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস