Alexa ভারতীয় পেসারদের শত বছরের সেরা বোলিং

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

ভারতীয় পেসারদের শত বছরের সেরা বোলিং

 প্রকাশিত: ১৯:৪৪ ৩১ আগস্ট ২০১৮   আপডেট: ১৯:৪৪ ৩১ আগস্ট ২০১৮

সেরা পেসার

সেরা পেসার

সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টে ভারতীয় পেসারদের দাপটে প্রথম দিনেই ২৪৬ রানে অল আউট স্বাগতিক ইংল্যান্ড। শুধু এদিনই নয় পুরো সিরিজ জুড়েই দাপট দেখাচ্ছে ভারতীয় পেসাররা।

এরই মধ্যে ১০০ বছরের মধ্যে ইংল্যান্ডের মাটিতে সফরকারী পেসার হিসেবে সেরা বোলিং পারফরম্যান্স রেকর্ড গড়েছেন মোহাম্মদ শামি-জসপ্রিত বুমরাহরা।

চলতি সিরিজে এখন পর্যন্ত ৪৪.২ স্ট্রাইক রেটে ৪৬ উইকেট নিয়েছে ভারতীয় পেসাররা। অর্থাৎ ১ উইকেট নিতে ৪৪.২ বল করতে হয়েছে ভারতীয় পেসারদের।

কমপক্ষে দুই ম্যাচের সিরিজে ইংল্যান্ডের মাটিতে ১০০ বছরের ইতিহাসে যা সফরকারী পেসারদের সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসারদের দখলে।

১৯৯৭ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ান পেসাররা ৪৫.০ স্ট্রাইক রেটে ৭৭ উইকেট নিয়েছিলেন।

সেই সাথে এই পারফরম্যান্স এশিয়ার বাইয়ের ভারতীয় পেসারদের সেরা স্ট্রাইক রেট। এদিকে এই প্রথমবারের মতো কোন সিরিজে ৫ জন ভারতীয় বোলার ১০টি (বা তার বেশি) করে উইকেট নিয়েছেন।

ইশান্ত শর্মা নিয়েছেন ১৩ উইকেট। এছাড়া জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামি নিয়েছেন ১০টি করে উইকেট।

ডেইলি বাংলাদেশ/সালি