Alexa ভাত না খাওয়ায় মায়ের থাপ্পড়ে শিশুর মৃত্যু

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

ভাত না খাওয়ায় মায়ের থাপ্পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩২ ২১ এপ্রিল ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপার হাজামপাড়া গ্রামে রোববার সকালে ভাত না খাওয়ায় মায়ের থাপ্পরে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।

নিহত জান্নাতুল ওই গ্রামের বকুলের কন্যা। আটক মায়ের নাম আলেয়া খাতুন।

নিহতের বাবা বলেন, জান্নাতুলকে ভাত খাওয়াতে যায় তার মা। এসময় ভাত খেতে না চাইলে জোর করে মুখে ভাত ঢুকিয়ে একটি থাপ্পড় মারে। এতে জান্নাতুল অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি আয়ুবুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মা আলেয়া খাতুনকে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ