Alexa ভাতিজিকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা, চাচার মৃত্যুদণ্ড

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ভাতিজিকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা, চাচার মৃত্যুদণ্ড

পিরোজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৩৪ ১ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাতিজিকে ধর্ষণের পর হত্যা মামলায় চাচাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচরক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ মঠবাড়িয়ার নলী তুলতলা গ্রামের আবদুর রশিদ হাওলাদারের ছেলে।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক খান বাদশা বলেন, ২০১০ সালের ২১ মার্চ সকালে আপন ভাতিজিকে নিয়ে বাঁশ কাটতে যান নূর মোহাম্মদ। সেখানে তাকে ধর্ষণের পর কুড়াল দিয়ে স্পর্শকাতার অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেন তিনি। এরপর মরদেহ খালে ফেলে দেন। প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর ওই শিশুর মরদেহ পাওয়া যায়।

আবদুর রাজ্জাক খান আরো বলেন, এ ঘটনায় নিহত শিশুর মা নূর মোহাম্মদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন। গ্রেফতারের পর নূর মোহাম্মদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর পুলিশ চার্জশিট দেয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics