Alexa ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

 প্রকাশিত: ১৮:১৭ ২১ ডিসেম্বর ২০১৭  

কুষ্টিয়ার খোকসায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল গফুর(৫০) খুন হয়েছেন।

কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

খোকসা থানা ওসি নাজমুল হুদা জানান, ফুলবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের সঙ্গে তার ভাই ও ভাতিজাদের পৈত্রিক জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় ভাই ও ভাতিজারা তাকে লাঠিপেটা করেন। এতে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গফুর।

এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি নাজমুল হুদা।

ডেইাল বাংলাদেশ/আজ/এসআই