Alexa ভাঙ্গুড়ায় অটোর ধাক্কায় শিশু নিহত

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

ভাঙ্গুড়ায় অটোর ধাক্কায় শিশু নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:১৬ ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৫:১৭ ১৬ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে পার-ভাঙ্গুড়া ইউপির রাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বৃষ্টি ওই গ্রামের বাবুর কন্যা। 

ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, ভাঙ্গুড়া-রাঙ্গালিয়া ডিপ টিউবওয়েল সংযোগ সড়কের বাবুর বাড়ির সামনে বৃষ্টি খেলা করছিলো। এমন সময় রাঙ্গালিয়াগামী একটি অটোরিকশা রাঙ্গালিয়া ডিপ টিউবওয়েল মোড়ে যাচ্ছিলো। গাড়িটি রাঙ্গারিয়া বাবুর বাড়ির সামনে দিয়ে অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে ধাক্কা দেয়। এ সময় অটোচালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। 

আটক অটোচালক আব্দুল মান্নান ভেড়ামারা চক্রপাড়ার বাসিন্দা। অটোরিকশার ধাক্কায় বৃষ্টি সড়কের পাশে ছিটকে পড়ে এবং বাম কানে ও মাথায় আঘাত পায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ডেইলি বাংলাদেশ/জেএস