Exim Bank
ঢাকা, শনিবার ২৩ জুন, ২০১৮
Advertisement

ভাগ্য আমায় বাঁচিয়েছে

 ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৪৯, ১২ মার্চ ২০১৮

আপডেট: ১৯:৫৫, ১২ মার্চ ২০১৮

৪৯৭৫ বার পঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৭১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি উড়োজাহাজ।

সোমবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া উড়োজাহাজটি কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হয়।

৫০ জনের খবর পাওয়া গেলেও বিধ্বস্ত বিমানের কতজন আরোহী মারা গেছেন তার সঠিক হিসেবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া যাত্রীদের একজন একটি আন্তর্জাতিক ট্রাভেলিং এজেন্সির কর্মী বসন্ত বহোরা। সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টকে তিনি জানিয়েছেন,ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কাঠমান্ডুর নরভিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বসন্ত বলেন, বিমানটিতে নেপালের বিভিন্ন ট্রাভেলিং এজেন্সির ১৬ জন কর্মী ছিলেন। সবাই প্রশিক্ষণে বাংলাদেশে গিয়েছিলাম। ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, ঢাকা থেকে যখন যাত্রা শুরু হয়, তখন বিমানটি স্বাভাবিক ছিল। তবে কাঠামান্ডু বিমানবন্দরে বন্দরে নামার আগ মুহূর্তে খানিকটা গতিহীন হয়ে পড়ে অস্বাভাবিকতা দেখা যায়।

বসন্ত বলেন, ঠিক কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে প্রচণ্ড শব্দ হয়। আমার সিটটি জানালার পাশে ছিল। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই, আমি জানালা ভেঙে আসতে সক্ষম হই।

তিনি জানান, আহত হওয়ার পর স্থানীয়রা তাকে একটি হাসপাতালে নিয়ে যায়। এরপর তার বন্ধুরা তাকে নরভিক হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, আমি মাথা ও পায়ে আঘাত পেয়েছি; কিন্তু ভাগ্যক্রমে বেঁচে আছি।

ডেইলি বাংলাদেশ/এলকে

সর্বাধিক পঠিত