Alexa ভাইরাল হলো ভারতীয় আয়রন ম্যানের ভিডিও

ঢাকা, বুধবার   ২০ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ভাইরাল হলো ভারতীয় আয়রন ম্যানের ভিডিও

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৩২ ২৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:৪৫ ২৯ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিনামাপ্রেমীদের মধ্যে হলিউড সুপার হিরো আয়রন ম্যানকে নিয়ে আগ্রহের কমতি নেই। সেই ছবির চরিত্রে আয়রন ম্যান ছিলেন ইঞ্জিনিয়ার। নিজের কারিগরি বিদ্যাকে কাজে লাগিয়ে বিশেষ এক ধরনের পোশাক বানিয়েছিলেন।

বিশেষভাবে তৈরি ওই পোশাকে লুকিয়ে রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্র। জনপ্রিয় ওই চরিত্রের নাম অ্যাভেঞ্জার্স দলের আয়রন ম্যান তথা টনি স্টার্ক। 

এবার ভারতীয় এক ব্যক্তি আয়রনের ম্যানের স্টাইলেই বন্দুক সম্বলিত এক ধরনের পোশাক বানিয়েছেন। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ওই ভিডিওতে দেখা যায়, ধাতুর তৈরি ওই পোশাক ভারতীয় সেনাবাহিনীর আদলে তৈরি করা হয়েছে। সেই পোশাকের সবদিকেই রয়েছে বন্দুক। পোশাক পরে আয়রন ম্যানের  ভঙ্গিতেই এগিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। সঙ্গে গুলিও চালাচ্ছেন। 

পোস্ট করা ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, সন্ত্রাসবাদের মোকাবিলা করতে আয়রন ম্যান শুট বানিয়েছেন এই ভারতীয় ব্যক্তি!
 
এদিকে ভারতীয় আয়রন ম্যানের উদ্ভাবন দেখে নেটিজেনদের অনেকেই উচ্ছ্বসিত হয়েছেন। ভিডিওটি আপলোড করার কিছুক্ষণের মধ্যে এটি হয়ে যায় ভাইরাল। এতে অনেকেই লাইক ও কমেন্ট করেছেন।

যদিও অনেকে, স্বল্প শক্তিসম্পন্ন এই পোশাক দিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করা কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলেছেন। 

ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেডআর