Alexa ভয়েস কলও ডাটার মাধ্যমে হবে: মোস্তাফা জব্বার

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

ভয়েস কলও ডাটার মাধ্যমে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:২৮ ১৫ মে ২০১৯   আপডেট: ১৯:৩৩ ১৫ মে ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী দিনে ভয়েস কলও ডাটার মাধ্যমেই হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার রাজধানীর গুলশানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

টেলিটকের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ডাটার সঙ্গে না থাকলে টিকে থাকা যাবে না। আগামী দিনে ভয়েস কলও ডাটার মাধ্যমেই হবে।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির আকাশচুম্বী অগ্রগতির ফলে বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই, যেখানে ডাটার চাহিদা নেই।

এ সময় টেলিটকের বিদ্যমান ২. ৫ জি সার্ভিসকে অধিকতর উন্নয়নের নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কেবল বাণিজ্যিক সফলতার জন্য নয়, দেশের সব মানুষের কল্যাণের বিষয়টি মাথায় রাখতে হবে। দুর্গম এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে টেলিটক নেটওয়ার্ক পৌঁছে দিতে হবে।

এ ছাড়া টেলিটকের কাছে গ্রাহকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

তিনি আরো বলেন, জনগণের দোরগোড়ায় তথ্য প্রযুক্তির সুফল পৌঁছে দিতে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এসএইচ/আরএইচ