Alexa বয়স বাড়িয়েও সাজা থেকে রক্ষা পেল না বর 

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

বয়স বাড়িয়েও সাজা থেকে রক্ষা পেল না বর 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:২১ ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০১:২৪ ২২ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘদিন ধরে অন্তর-হেনার প্রেম চলছিল। তবে পরিণয়ে বাধা হয়ে দাঁড়াল অপ্রাপ্ত বয়স। তাই বাল্যবিয়ের সাজা এড়াতে বয়স বাড়িয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন তারা। কিন্তু গোপন খবরটি ফাঁস হলে বরকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।    

সোমবার রাতে এ কারাদণ্ডের আদেশ দেন ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএওন পঙ্কজ বড়ুয়া। দণ্ডিত অন্তর ঋষি জেলা সদরের সুহিলপুর ইউপির কাশিনগরের রাজেন্দ্র ঋষির ছেলে। 

ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, দীর্ঘদিন ধরে অন্তর ঋষির সঙ্গে একই এলাকার মাধব ঋষির মেয়ে হেনা ঋষির প্রেম চলছিল। সোমবার সকালে প্রেমিক যুগল বাড়ি থেকে পালিয়ে হবিগঞ্জের নোটারি পাবলিকের কার্যালয়ে নিজেদের বয়স বাড়িয়ে বিয়ে করেন। বিয়ের পর সন্ধ্যায় অন্তর স্ত্রী হেনাকে নিয়ে বাড়িতে এলে স্থানীয় ইউপি সদস্য নির্মল চন্দ্র দাস বিষয়টি আমাকে অবহিত করেন। এরপর রাতে বরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।  অভিযানে বাল্যবিয়ের দায়ে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

তিনি আরো জানান, হেনা প্রাপ্ত বয়স্ক হলে স্বামীর বাড়িতে পাঠাবেন বলে মা-বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এছাড়া বয়স বাড়িয়ে বিয়ের বিষয়টি হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেকে অবহিত করা হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ