Alexa বড় ভাইয়ের প্রাণ নিল ছোট ভাই

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

বড় ভাইয়ের প্রাণ নিল ছোট ভাই

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৩৩ ১৬ জুন ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউপির জমিদারপাড়ায় শনিবার সন্ধ্যায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

নিহত বদিউল আলম জমিদারপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। ঘটনার পর ছোট ভাই মনুর আলম পালিয়ে গেছে।

সিনিয়র এএসপি (সার্কেল) কাজী মতিউল ইসলাম বলেন, ছোট ভাই মনুর আলমের বাড়িতে তাদের বৃদ্ধা মা থাকতেন। মাকে গত তিন দিন ধরে অনাহারে রেখেছে এমন খবর পেয়ে বদিউল আলম ছোট ভাইকে বকাবকি করে। এতে মনুর ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বদিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এএসপি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত মনু আলমকে ধরার চেষ্টা চলছে।

ডেইলি বাংলাদেশ/এমআর