Alexa সিমেন্টের ব্যাগে তৈরি বিয়ের পোশাক!

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সিমেন্টের ব্যাগে তৈরি বিয়ের পোশাক!

 প্রকাশিত: ০৮:০৭ ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৮:০৭ ৯ অক্টোবর ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিবাহ জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিবাহ নিয়ে একেক জনের থাকে একেক রকম পরিকল্পনা।  তবে সবাই যে তার সাধ্য অনুযায়ী ঝাকঝমক আযোজনে বিয়ে করতে চান তা প্রায় নিশ্চিত। আবার কেউ কেউ বিয়েতে দিতে চান ভিন্ন মাত্রা। এতে করে তারা একেবারেই ব্যতিক্রম কিছু করে বসেন।

সম্প্রতি চীনের তান লিলি নামের এক তরুণী সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের পোশাক তৈরি করে বেশ আলোচিত হয়েছেন। ২৮ বছর বয়সী এ তরুণীর বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

তানের বিয়ের পোশাক প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়ি তৈরির তার ঘরে ৪০টি সিমেন্টের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো। বৃষ্টিস্নাত এক বিকেলে হঠাৎ খেয়ালের বশে তিনি ওই সিমেন্টের ব্যাগ দিয়ে গাউন আকৃতির একটি বিয়ের পোশাক তৈরি করে ফেলেন। এরপর সেই পোশাক পরিহিত ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেন। যা এখন আলোচিত।

১৮ বছর বয়সী তান কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। চার বছর আগে তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

গত ২৬ সেপ্টেম্বর বৃষ্টি থাকায় মাঠে না গিয়ে চোখের সামনে পড়ে থাকা সিমেন্টের ব্যাগ দিয়ে মাত্র তিন ঘণ্টায় বিয়ের এ পোশাকটি তৈরি করে ফেলেন।

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics