Alexa ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:০৮ ১২ মার্চ ২০১৯   আপডেট: ১৭:১২ ১২ মার্চ ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর ইউপির হাবলিপাড়া গ্রাম থেকে সোমবার রাতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আসমা বেগম জেলার বিজয়নগরের চম্পকনগর ইউপির সাঁটিরপাড়া গ্রামের এবাদুল্লাহ মিয়ার মেয়ে।

নিহতের চাচা মজনু মিয়া বলেন, বিয়ের পর থেকে আসমার সঙ্গে শ্বশুর বাড়ির লোকের সঙ্গে বিরোধ চলছিল। সোমবার বিকেলে তার দেবর বিদেশ থেকে ফোন করে জানায়, আসমা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। খবর পেয়ে তার স্বামীর বাড়িতে গেলে গেইট বন্ধ পাওয়া যায়। পরে বাড়িতে ঢুকে দেখি একটি কক্ষের বিছানায় ভাতিজির মরদেহ পড়ে আছে। তার শ্বশুর বাড়ির লোকেরা পালিয়েছে।

সরাইল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর স্বামীর বাড়ির সবাই পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ