Alexa ‘ব্যাপারটা হালকা চোখে দেখুন’

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

‘ব্যাপারটা হালকা চোখে দেখুন’

 প্রকাশিত: ১৬:০৪ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৬:০৪ ৯ নভেম্বর ২০১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ত্রিশতম জন্মদিনে ‘বিরাট কোহলি অ্যাপ’ নামে  নিজের একটি অ্যাপ চালু করেছেন ভারতীয় অধিনায়ক। এর মাধ্যমে কোহলি ভক্তরা তার সবশেষ আপডেট জানতে পারবেন। এছাড়া যোগাযোগ রাখতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সে অ্যাপের প্রথম ভিডিওতেই বিপত্তি বাঁধে। বেশ সমালোচিতও হন কোহলি।

গেলো ৯ অক্টোবর ছিল বিরাট কোহলির জন্মদিন। সেদিন নিজের অ্যাপের ভিডিওতে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এর মধ্যে এক ক্রিকেট সমর্থকের ম্যাসেজ পড়ে বিরক্ত হয়ে ওঠেন কোহলি। ক্রিকেট সমর্থক সেই ব্যক্তি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান কোহলিকে লিখেছিলেন, ‘তিনি (কোহলি) অতি মূল্যায়িত ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ে বিশেষ কিছু নেই। ভারতীয়দের তুলনায় আমার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরই বেশি ভালো লাগে।’

সেই দর্শকের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কোহলিও। কোহলি তাকে দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ‘আমার মনে হয় না আপনার ভারতে থাকা উচিত। দেশ ছেড়ে অন্য কোথাও থাকুন। আমাদের দেশে থেকে কেন অন্য দেশকে ভালোবাসছেন? আমাকে পছন্দ করেন না, তাতে কিছু মনে করিনি। কিন্তু আমি মনে করি এ দেশে থেকে আপনার অন্য দেশের কিছু পছন্দ করা উচিত না। আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন।’

কিন্তু কোহলির এমন মন্তব্য ভালোভাবে নিতে পারেননি অনেক ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এরই মধ্যে বিসিসিআই কোহলিকে সতর্ক করে দিয়েছে। অবশ্য কোহলির পক্ষেও মন্তব্য করেন অনেকে। তাদের দাবী কোহলিকে নিয়ে অযথা সমালোচনা করা হচ্ছে।

এই বিতর্কের রেশ এসে লেগেছে কোহলির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোতেও। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিউমা দাঁড়িয়েছে ভারত অধিনায়কের পক্ষে। ভারতের পিউমার ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি মনে করেন, কোন কারণ ছাড়াই সমালোচনা করা হচ্ছে কোহলির।

তবে কোহলির আরেক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেছেন, ‘এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। সে তরুণদের আদর্শ। তাই এ ধরনের মন্তব্য করলে আমাদের ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছি।’

এসবের প্রেক্ষিতে মুখ খুলেছেন কোহলি নিজে। নিজের টুইটারে তিনি বলেছেন, ‘আমার মনে হয় ট্রলিং আমার জন্য নয়। আমি বরং ট্রোলড হতে চাইব। তবে “এই ভারতীয়রা...” মন্তব্যের জন্যই জবাব দিয়েছিলাম। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। ব্যাপারটা হালকা চোখে দেখুন এবং উৎসবমুখর মৌসুমটা উপভোগ করুন।’

ডেইলি বাংলাদেশ/এমএইচ