Alexa ব্যানার-ফেস্টুন নয়, ঝুলবে গাছের পরিচিতি

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

ব্যানার-ফেস্টুন নয়, ঝুলবে গাছের পরিচিতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩৯ ২ ডিসেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কোনো গাছে আর থাকবে না ব্যানার-ফেস্টুন। গাছে গাছে ঝুলবে গাছের নাম, বৈজ্ঞানিক নামের পাশাপাশি ভেষজ গুণাগুণের বিবরণ। উপজেলা প্রশাসন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগ নিয়েছে। 

ইউএনও সাবিহা সুলতানা জানান, রোববার থেকে এ উদ্যোগ শুরু হয়েছে। প্রথমে উপজেলা পরিষদসহ আশপাশের এলাকার গাছগুলো থেকে ব্যানার-ফেস্টুন সরানো হবে। এরপর গাছে গাছে ঝোলানো হবে তথ্য সম্বলিত ট্যাগ। ওই ট্যাগে লেখা থাকবে গাছের নাম, বৈজ্ঞানিক নাম, উপকারিতা ও ভেষজ গুণাগুনের তথ্য। নাচোল উপজেলা পরিষদ ও আবু তাহের মোহাম্মদ জাবের বিজ্ঞান ক্লাব এ উদ্যোগের বাস্তবায়ন করছে। 

উদ্যোক্তরা বলেন, আমরা সচারচর যেসব গাছ দেখি সেগুলোর হয়তো নাম জানি কিন্তু সেগুলোর গুণাগুণ সম্পর্কে জানিনা। এ ট্যাগ থেকে সে তথ্যও জেনে যাবে আগ্রহীরা। পাশাপাশি ব্যানার ফেস্টুন টাঙানো থেকে রক্ষা পাবে গাছ। 


 

ডেইলি বাংলাদেশ/জেএইচ