Alexa বোলিং-ব্যাটিং দুই ইউনিটকেই মাশরাফীর কৃতজ্ঞতা

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বোলিং-ব্যাটিং দুই ইউনিটকেই মাশরাফীর কৃতজ্ঞতা

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ১২:৩৩ ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১২:৩৩ ৩০ জানুয়ারি ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

বিপিএলের লিগ পর্বের হিসেব করলে ঠিক যেন গত আসরের চিত্রনাট্য মঞ্চস্থ করছে রংপুর রাইডার্স। পঞ্চম বিপিএলে রংপুরের শুরুটা ভালো ছিল না। হারে আসর শুরু করলেও হুট করে ঘুরে দাঁড়িয়ে দলটি শেষ পর্যন্ত জিতে নেয় শিরোপা।

ষষ্ঠ আসরে শিরোপা ধরা দেবে কি না সেই প্রশ্নের জবাব এখন সময়ের হাতে। তবে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন দল এবারো বাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে। 

গতকাল মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স হারিয়েছে রাজশাহী কিংসকে। এই জয়ে দলটি উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

ম্যাচ শেষে দলের অনবদ্য পারফরম্যান্স ও সাফল্যের জন্য ব্যাটিং ও বোলিং উভয় ইউনিটকেই কৃতিত্ব দেন মাশরাফী, পরোক্ষভাবে জানান কৃতজ্ঞতা।

মাশরাফী বলেন, যে ম্যাচগুলো হেরেছি এরপর আসলে এমন সব জয় খুব প্রয়োজন ছিল। ছেলেরা ভালো খেলছে দেখে খুবই ভালো লাগছে।

বোলিং ইউনিট নিয়ে কথা বলার সময় মাশরাফী জানান, কুয়াশা ভেজা পিচে তাদের পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। এছাড়া জহুর আহমেদ স্টেডিয়ামে রান ফোয়ারার মাঝেও ভালো বোলিংয়ে স্বস্তি ফিরেছে।

মাশরাফী বলেন, গত তিনটি ম্যাচে বোলিং ইউনিট দারুণ পারফর্ম করেছে। ভালো উইকেট এবং শিশিরের ফলে ব্যাটসম্যানদের সুবিধা থাকা সত্ত্বেও তারা ভালো করছে।

তবে রংপুর রাইডার্সের আসল কাজটি করছেন ব্যাটসম্যানরা। ক্রিস গেইল এখনো জ্বলে না উঠলেও (এক ম্যাচে অবশ্য চওড়া ছিল তার ব্যাট, তবে তা গেইলের নামের প্রতি সুবিচারে যথেষ্ট নয়) অ্যালেক্স হেলস, রাইলি রুশো ও এবি ডি ভিলিয়ার্স বারবার আবির্ভূত হচ্ছেন দলের ত্রাতা হয়ে। তবে এই চারজন না থাকলে রংপুরের ব্যাটিং নিয়ে ভুগতে হতো, এটাও মানেন দলপতি মাশরাফী।

তিনি বলেন, ব্যাটসম্যানরা আমাদের জন্য জয়কে সহজ করে তুলছে। আর আমাদের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। টপ অর্ডারে যে চারজন মারকুটে ব্যাটসম্যান রয়েছে তারা জ্বলে উঠলে প্রতিপক্ষের জন্য আমাদের বিপক্ষে জয় তুলে নেয়া সবসময়ই কঠিন। তবে এই চারজন দ্রুত আউট হয়ে গেলে আমাদের ব্যাটিং অর্ডার কিছুই নয়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics