Alexa বোরহানউদ্দিনে ফুটেজ দেখে গ্রেফতার আরো ১ 

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৯ ১৪২৬,   ১৬ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বোরহানউদ্দিনে ফুটেজ দেখে গ্রেফতার আরো ১ 

ভোলা প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০১ ৩ নভেম্বর ২০১৯   আপডেট: ২১:০৪ ৩ নভেম্বর ২০১৯

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট চার আসামিকে গ্রেফতার করা হলো।

গ্রেফতার স্বপন স্থানীয় জুবায়ের হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রদল সভাপতি সবুজের ভাই। 

বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন জানান, সেই দিনের ঘটনায় পুলিশের ওপর হামলায় সঙ্গে জড়িত রয়েছে স্বপন। ভিডিও ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হতে পেরেছে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার ঘটনা নিয়ে গত ২০ অক্টেবর প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে জনতার সহিংসতার ঘটনায় চারজন নিহত হয়। 

পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে একটি মামলা করে। এ ছাড়া ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরো এক মামলা করা হয়।

সহিংসতার ঘটনায় পৃথক দুটি তদন্ত টিম গঠন করা হয়েছিলো। একটি তদন্ত প্রতিবেদন জমা হয়েছে অপর তদন্ত প্রতিবেদন জমার অপেক্ষায় রয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ