Alexa বোতলে চিঠি ভাসিয়ে উদ্ধার পেল জলপ্রপাতে আটকে পড়া এক পরিবার

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

বোতলে চিঠি ভাসিয়ে উদ্ধার পেল জলপ্রপাতে আটকে পড়া এক পরিবার

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৩৬ ১২ সেপ্টেম্বর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বোতলের ভেতরে চিঠি পাঠিয়ে জীবন রক্ষা হলো জলপ্রপাতের প্রচণ্ড স্রোতের আটকে পরা তিনজনের একটি পরিবার। চলতি বছরের জুনে ঘটা এই ঘটনা নিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

মধ্য ক্যালিফোর্নিয়ায় কার্টিস উইটসন, তার বান্ধবী এবং তাদের ১৩ বছর বয়সী ছেলে ব্যাকপেকিং ট্রিপে বের হয়েছিলেন।

একটি গিরিখাত হয়ে অ্যারোয় সেকো নদী বরাবর জলপ্রপাতে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যায়। দড়ি ধরে জলপ্রপাতে পার হয়ে একটি ক্যাম্পসাইটে অবস্থান নেয়ার কথা ছিল তাদের।

কিন্তু গিরিখাতের একটি সরু অংশে আটকে যান এই তিনজন। দুই দিকে ৪০ ফিট লম্বা দেওয়ালের কারণে সেখান থেকে উঠতেও পারছিলেন না তারা। এর মধ্যে ছিল জলপ্রপাতের প্রচণ্ড স্রোত। এতে প্রাণ হারানোর আশঙ্কায় পড়েন তারা।  

এমন পরিস্থিতিতে উদ্ধারের সহায়তা চেয়ে কাগজে একটি বার্তা লিখে তা প্লাস্টিকে বোতলের ভেতরে ভরে পানিতে ভাসিয়ে দেন।

৪০০ মিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় বোতলটি পান দুজন হাইকার। ওই ভ্রমণচারী কাগজটি পেয়েই বুঝতে পারলেন, কেউ আটকে পড়েছেন।

ওই দুইজন বার্তাটি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধারকর্মীরা ১৫ জুন মধ্যরাতে উইটসনের পরিবারটিকে উদ্ধার করে। প্রচণ্ড স্রোতের মধ্যে আটকে পড়া এই তিনজন অক্ষত অবস্থায় রক্ষা পান।

উইটসন বলেন, শেষ প্রচেষ্টা হিসেবে বোতলের মাধ্যমে ওই বার্তা আমি পানিতে ছেড়ে দিই। যদি ভাগ্যক্রমে কেউ যদি সেটি পেয়ে যায়।

তার সেই চেষ্টাই সফল হয়েছে অবশেষে। সপরিবারে প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে ওই দুই হাইকারকে তিনি খুঁজছেন। যারা এই বোতলটি খুঁজে পেয়েছিল, যার ফলে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

ডেইলি বাংলাদেশ/এমএস