Alexa বেড়েছে সূচক, কমেছে লেনদেন

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

বেড়েছে সূচক, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক :: staff-reporter

 প্রকাশিত: ১৫:৪১ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৫:৫৩ ২ ডিসেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই বেড়েছে মূল্যসূচক। তবে গেল দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

রোববার বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ মোট ৫৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা গেল কার্যদিবসের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা কম। শেষ কার্যদিবস বৃহস্পতিবারে এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় মোট ৭৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স বেড়েছে ৯ পয়েন্টেরও বেশি। যা বর্তমানে ৫ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে। এর সঙ্গে খানিকটা বেড়েছে ডিএসইএস বা শরীয়াহ্ সূচক। এটি ২ পয়েন্টেরও বেশি বেড়ে ১ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। অন্যদিকে, ৬ পয়েন্ট কমেছে ডিএস-৩০  সূচক। যার অবস্থান ১ হাজার ৮৫৫ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেনে মোট ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড অংশ নেয়। এতে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে আরো ৩৫টির।

অপরপক্ষে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ মোট ২৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গেল কার্যদিবসের চেয়ে প্রায় ২৮ কোটি টাকা কম। গেল দিনে (বৃহস্পতিবার) এ বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৫৩ কোটি ৬৯ লাখ টাকা।

তবে লেনদেন কমলেও এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স সূচকটি বেড়েছে ২৬ পয়েন্টেরও বেশি। যা বর্তমানে ৯ হাজার ৮৩৭ পয়েন্টে অবস্থান করছে। এই পুঁজিবাজারে লেনদেনে আজ মোট ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড অংশ নেয়। যার মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে আরো ৩২টির।

এদিকে দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেনের নিম্নমুখী প্রবণতায় শেষ হয় গেল সপ্তাহ।

ডেইলি বাংলাদেশ/এসআইএস/