Alexa বেশিরভাগ দিনই শাহরুখ চুমু পাওয়ার যোগ্য, কে বললেন এ কথা?

ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

বেশিরভাগ দিনই শাহরুখ চুমু পাওয়ার যোগ্য, কে বললেন এ কথা?

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ১০:৪৯ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১০:৪৯ ১০ জানুয়ারি ২০১৯

শাহরুখ খান

শাহরুখ খান

শাহরুখ খানকে চুমু খাচ্ছেন তিনি। বিষয়টা বেশ উপভোগও করছেন নায়ক। আর ওই মহিলার দাবি, শাহরুখ বেশিরভাগ দিনই নাকি চুমু পাওয়ার যোগ্য। কে ওই মহিলা বলুন তো?

তিনি স্বয়‌ং গৌরী খান। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন গৌরী। সেখানে দেখা যাচ্ছে মাঝে রয়েছেন শাহরুখ। দু’গালে চুমু খাচ্ছেন গৌরী এবং সুহানা। ক্যাপশনে গৌরী লিখেছেন, বেশির ভাগ দিনই শাহরুখ এটা ডিজার্ভ করে।

না! কোন অনুষ্ঠানে এ ছবি তোলা হয়েছে, তার ব্যখ্যা দেননি গৌরী। তবে এ ছবি এখন অনুরাগীদের পছন্দের তালিকায়।

শাহরুখ তো বটেই, আরিয়ান, সুহানা এবং আব্রামের বিভিন্ন সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গৌরী। শাহরুখের সঙ্গে তার বন্ধুত্ব, প্রেমের গল্প বলি মহলে সুবিদিত। সেই সম্পর্কের আঁচ যে এখনো একইরকম তার প্রমাণ এখন এই ছবি।

ডেইলি বাংলাদেশ/টিএএস