Alexa বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৪ ১৪২৬,   ০৩ রজব ১৪৪১

Akash

বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:২৪ ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ১১:২৬ ২৭ জানুয়ারি ২০২০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। তার নাম নাইমুল।

রোববার রাতে ব্রাসেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ব্রাসেলসের এক্সেল এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে।

নাইমুল প্রাইভেট মাইক্রোবাসে যাচ্ছিলেন। পথে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মারাত্মক আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু দহয়েছে খুব শিগগিরই তদন্ত রিপোর্ট জানানো হবে বলে দেশটির পুলিশ সূত্র জানিয়েছে।

জানা যায়, নাইমুলের জন্ম বেলজিয়ামে। সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন তিনি। পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলায়। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি বাংলাদেশ/এসআই