Alexa বেনাপোলে মাদকসহ আটক ২

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

বেনাপোলে মাদকসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৪১ ২৫ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর বেনাপোলের দৌলতপুর ও রুদ্রপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে মাদকসহ দুজনকে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন- শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইমাম হোসেনের মেয়ে সখিনা খাতুন ও একই গ্রামের আলী কদরের ছেলে মনির হোসেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ও রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৮৫ বোতল ফেনিসিডিল ও ২০ বোতল মদ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর