Alexa বেনাপোলে ভুয়া মেজর আটক

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বেনাপোলে ভুয়া মেজর আটক

 প্রকাশিত: ০৬:৩৭ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৬:৩৭ ৯ নভেম্বর ২০১৮

প্রতারককে রেজাউল ইসলাম

প্রতারককে রেজাউল ইসলাম

যশোরের বেনাপোলে ভুয়া মেজর পরিচয়ের রেজাউল ইসলাম (৩৭) নামে এক প্রতারককে আটক করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তের চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কাছ থেকে তাকে আটক করা হয়। রেজাউল বেনাপোল পোর্টথানার বড়আঁচড়া গ্রামের ছাবদার মড়লের ছেলে।

বিজিবি জানায়, অতিরিক্ত মালামাল সঙ্গে নেয়ার অভিযোগে এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় রেজাউল নামে একজন নিজেকে মেজর পরিচয় দিয়ে যাত্রীর মালামাল ছেড়ে দিতে বলে। তার আচারণে সন্দেহ জনক হলে খোঁজ নিয়ে তাকে ধরা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ভুয়া মেজর। মিথ্যা পরিচয়ে দীর্ঘদিন ধরে সে এ ধরনের প্রতারণা করছিল।

৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ভুয়া মেজরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics