Alexa বেড আড়াইশ, রোগী সাড়ে চারশ

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৯ ১৪২৬,   ২৭ জমাদিউস সানি ১৪৪১

Akash

চাঁদপুর জেনারেল হাসপাতাল

বেড আড়াইশ, রোগী সাড়ে চারশ

শরীফুল ইসলাম, চাঁদপুর ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪৭ ৬ আগস্ট ২০১৯   আপডেট: ১৮:২৪ ৬ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত কয়েক দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাড়ে চারশ রোগী ভর্তি হয়েছে। এতে বিভিন্ন ওয়ার্ডে বেড সংকট দেখা দিয়েছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে রোগীদের ভিড় দেখা গেছে। শিশু ওয়ার্ড, পুরুষ ওয়ার্ডে রোগীর সংখ্যা অনেক বেশি। পর্যাপ্ত জায়গা না থাকায় বেডের পাশেই মেঝেতে ঠাঁই নিয়েছে রোগীরা। বাদ পড়েনি হাসপাতালের বারান্দা, করিডোরও।

চাঁদপুর জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, পুরুষ ওয়ার্ডে ১৪২ জন রোগীর মধ্যে ডেঙ্গু আক্রান্ত ৩৪ জন। শিশু ওয়ার্ডে ১৬০ জনের মধ্যে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন। মহিলা ওয়ার্ডে ১৪০ জনের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন। এছাড়া পেইং বেড, কেবিন, গাইনী ওয়ার্ডেও তিল ধারণের ঠাঁই নেই।

হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. আবদুল আজিজ মিয়া বলেন, একদিকে আবহাওয়া পরিবর্তনজনিত রোগ, অন্যদিকে ডেঙ্গু। সব মিলিয়ে রোগীদের অবস্থা নাজুক। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। রোগীদের চিকিৎসা দিতেই হিমশিম খেতে হচ্ছে। এছাড়া বেড সংকট থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।

ডেইলি বাংলাদেশ/এআর