Alexa বৃষ্টির পর শুরু তৃতীয় দিনের খেলা

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বৃষ্টির পর শুরু তৃতীয় দিনের খেলা

 প্রকাশিত: ১৩:২২ ৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ১৪:২৪ ৬ সেপ্টেম্বর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যেকার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টির কারণে ভেসে গেছে। তবে বৃষ্ঠি থেমে যাওয়ায় দুপুর সোয়া ১টা থেকে ফের খেলা শুরু হয়েছে।

ভোর থেকেই চট্টগ্রামের আকাশ পরিষ্কার থাকলেও সকাল সাড়ে আটটার পর থেকে বদলে যায় আকাশের চিত্র। সকাল ৯.৩৫ মিনিটে বৃষ্টি নেমেছে স্টেডিয়াম ও তার আশে পাশে। এর কিছুক্ষণ পরেই মাঠেও বৃষ্টি শুরু হয়। সকাল থেকেই ভারি বৃষ্টিপাতের কারণে প্রথম শেসনে বল মাঠে গড়ায়নি। লাঞ্চ বিরতির সময় পেরিয়ে গেলেও খেলা শুরু হয়নি। তবে বৃষ্টি থেমে যাওয়ায় সোয়া ১টা থেকে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে।

সকাল পৌনে ৯ টায় মাঠে আসা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বৃষ্টি শুরুর আগ মুহূর্তেও অনুশীলন করছিল। তবে বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে চলে গেছে ড্রেসিং রুমে।

প্রসঙ্গত, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে করে ৩০৫ রান। জবাবে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সংগ্রহ করেছে ২ উইকেট হারিয়ে ২২৫ রান। ডেভিড ওয়ার্নার ৮৮ ও পিটার হ্যান্ডসকম্ব ৬৯ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া এখনও বাংলাদেশ থেকে ৮০ রান পিছিয়ে আছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics