Alexa বৃষ্টিতে নাজেহাল মুম্বাই, তাই সাইকেলেই শুটিং সেটে সালমান

ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

বৃষ্টিতে নাজেহাল মুম্বাই, তাই সাইকেলেই শুটিং সেটে সালমান

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:২৬ ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৯:৪৭ ৮ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত মুম্বাই। যানজটেও নাজেহাল শহারবাসী। এক জায়গা থেকে অন্য জায়গা গাড়ি করে যেতেই লেগে যাচ্ছে বহু সময়। তাই যানজট এড়িয়ে ‘দাবাং ৩’ এর শুটিং সেটে পৌঁছতে সাইকেল নিয়েই বেরিয়ে পড়লেন সালমান খান।

সালমানের কাছে খবর পৌঁছোয় ‘দাবাং ৩’ শুটিং যেখানে হচ্ছে, সেই রাস্তায় ভয়ানক জ্যাম। সঠিক সময় সেটে পৌঁছনো এক প্রকার অসম্ভব। অথচ তাকে যে সঠিক সময়ে শুটিং সেটে পৌঁছতেই হবে। আর তাই সাইকেলই তার ভরসা। সাইকেল চালিয়ে শ্যুটিং সেটে পৌঁছনোর ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভাইজান। যেখানে সালমনাকে মাথায় একটা টুপি পরে সিলভার রঙের সাইকেল চালিয়ে যেতে দেখা যাচ্ছে।

ভিডিওটা যে সালমানের পিছনে থাকা নিরাপত্তারক্ষীরা শুট করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেটি পোস্টও করা হয়েছে এডিট করার পরেই। রাস্তায় যেতে যেতে ভক্তদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় ভাইজানকে। 

তবে এই প্রথম নয়, এর আগে সালমানের নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’ প্রমোশনেও বহুবার সাইকেল চালাতে দেখা গেছে।

প্রসঙ্গত সালমান যে সাইকেলটি চালিয়েছেন সেই সাইকেলের দাম ৪৭ হাজার টাকা।

সালমান খানের সাইকেলে করে শুটিং সেটে যাওয়ার ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। 

ডেইলি বাংলাদেশ/টিএএস