Alexa বৃদ্ধকে বাঁচাতে জীবন গেল যুবকের

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

বৃদ্ধকে বাঁচাতে জীবন গেল যুবকের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪৩ ১৮ জুন ২০১৯   আপডেট: ১৭:৪৪ ১৮ জুন ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় ওই পথচারী আহত হন।

মঙ্গলবার দুপুরে ফেনী-বসুরহাট সড়কের মাহজনদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এরশাদ ফেনীর দাগনভূঞার চন্ডিপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহত নূর নবী বসুরহাট পৌরসভার মোহাম্মদপুর গ্রামের ভুলু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, বসুরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন এরশাদ। ঘটনাস্থলে মোটরসাইকেলটি এলে সামনে পড়েন পথচারী নূর। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে আহত হন এরশাদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত পথচারী নূরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ