Alexa বুয়েট-মেডিকেল-ঢাবি-জাবির ভর্তি পরীক্ষায় বাজিমাত সাদাতের

ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বুয়েট-মেডিকেল-ঢাবি-জাবির ভর্তি পরীক্ষায় বাজিমাত সাদাতের

ঢাবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:২৮ ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ১২:৪২ ২৭ অক্টোবর ২০১৯

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনার বিষয়গুলোতে সম্মিলিতভাবে প্রথম হয়েছেন মোহাম্মদ সাদাত হোসাইন। 

শুধু বুয়েটেই নয় আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সেরা স্থানে রয়েছেন নটেরডেমিয়ান সাদাত।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে তার অবস্থান ১০ম। যদিও ওই পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ইউনিট ‘এইচ’-এর ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি। একই বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তার অবস্থান ৩১তম।

মেডিকেল ভর্তি পরীক্ষায়ও বাজিমাত করেছেন তিনি। মেধা তালিকায় তার অবস্থান ৩৪তম।

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় দারুণ মেধার স্বাক্ষর রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন সাদাত। 

ডেইলি বাংলাদেশ/জেডএম