Alexa বুলবুলের দিনেই জন্ম নিলো ছোট্ট বুলবুলি

ঢাকা, বুধবার   ২০ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বুলবুলের দিনেই জন্ম নিলো ছোট্ট বুলবুলি

পটুয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:৫০ ১০ নভেম্বর ২০১৯   আপডেট: ১০:৪৫ ১০ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব থেকে বাঁচতে পটুয়াখালীর কলাপাড়ার মানুষ যখন ছুটোছুটি করছে। তখনই পৃথিবীতে এলো শিশুটি। তাই নামও রাখা হলো বুলবুলি। পুরো নাম বুলবুলি আক্তার বন্যা।

শনিবার দুপুরে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতাধীন কলাপাড়ার নীলগঞ্জে আবুল কালাম-হুমায়রা বেগমের ঘরে জন্ম হয় বুলবুলির।

বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক। তিনি বলেন, বুলবুলি আমাদের প্রথম সন্তান। আল্লাহ্‌র রহমতে ও নিরাপদে আছে। নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শহিদের বাসার পাশে আমাদের আত্মীয়ের বাসা। এমন দিনে জন্মাইছে তাই শায়লা আপা আমাদের মেয়ের নাম রেখেছেন বুলবুলি আক্তার বন্যা। 

তিনি আরো বলেন, মা-মেয়ে দুজনই সুস্থ আছে।

কলাপাড়ার ইউএনও মো. মনিবুর রহমান বলেন, নীলগঞ্জ আবাসনে আবুল কালাম ও হুমায়রা বেগম দম্পতির বসবাস। হুমায়রা গর্ভবতী ছিলো। ঘূর্ণিঝড় বুলবুলের দিনে জন্ম, তাই নাম রাখা হয়েছে বুলবুলি।

ডেইলি বাংলাদেশ/এআর/জেএস