Alexa বুড়া থেকে আবার জোয়ান, গবেষণায় দুর্দান্ত সাফল্য!

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

বুড়া থেকে আবার জোয়ান, গবেষণায় দুর্দান্ত সাফল্য!

বিজ্ঞান ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২২ ১৬ আগস্ট ২০১৯   আপডেট: ২০:২২ ১৬ আগস্ট ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুখের রেখায় ত্রিকোণমিতি আঁকছে বয়স? উপায় খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়েছেন? বয়সের ভার থেকে রক্ষা পেতে গুচ্ছের ক্রিম খুঁজে বেড়াচ্ছেন? তাহলে এই খবর আপনার জন্যই! কারণ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতেই মস্তিষ্কে বয়সের ভার কমানো সম্ভব। 

কেমব্রিজ ইউনিভার্সিটির এক পরীক্ষায় দাবি, মস্তিষ্কের কোষের পরিবর্তন করেই বয়সকে হাতের মুঠোয় রাখা সম্ভব। ‘ন্যাচার’ পত্রিকায় প্রকাশিত এই পরীক্ষা অনুযায়ী, বয়সের সঙ্গে সঙ্গেই মস্তিষ্কের জড়তা বাড়তে থাকে। 

এর জেরেই মস্তিষ্কের সক্রিয় কোষ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে বয়সের ভার বাড়িয়ে দেয়। যার জেরেই দৈনিন্দিন কাজ করা কঠিন হয়ে যায় এবং বয়সের ভার দেখা যাবে মুখে, শরীরে। 
 
এই সম্পর্কিত পরীক্ষা করা হয় একাধিক ইঁদুরের উপর। ওলিগোডেনড্রোসাইট প্রোজেনিটর সেলস (OPCs) পরীক্ষার মাধ্যমে বয়স্ক ও কমবয়সী ইঁদুরের মস্তিষ্কের কোষের উপর গবেষণা করেন বিজ্ঞানীরা। 

দেখা যায়, বেশি বয়সী ইঁদুরের মস্তিষ্কে বসানো কমবয়সী ইঁদুরের মস্তিষ্কের কোষ কাজ করছে। 'অত্যন্ত চমকপ্রদ যে পরিণত হওয়ার পর কোষগুলি কমবয়সী মস্তিষ্কের কোষের মতোই কাজ করছিল।' জানিয়েছন ড. কেভিন শল্যুট।

চাঞ্চল্যকর এই গবেষণায় আরও পরীক্ষার প্রয়োজন বলেই স্বাভাবিক মত বিশেষজ্ঞদের। তবে কেমব্রিজ ইউনিভার্সিটির এই পরীক্ষাকে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় রিসার্চ কাউন্সিল-সহ একাধিক প্রতিষ্ঠিত সংগঠন। 

ডেইলি বাংলাদেশ/এমএস