Alexa বিয়ে বাতিল হওয়ায় বাড়ি থেকে পালালো হবু বর-কনে 

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

বিয়ে বাতিল হওয়ায় বাড়ি থেকে পালালো হবু বর-কনে 

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৩৭ ২০ আগস্ট ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জাতীয় নাগরিক তালিকায় নাম না থাকায় ভারতের আসামের শিলচরের এক বাসন্দিার বিয়ে বাতিল হয়েছে। জাতীয় নাগরিক পঞ্জিতে বরের নাম না থাকায় বিয়ে বন্ধ করে দিয়েছে কনের পরিবার। তবে এতে না দমে বাড়ি থেকে পালিয়ে গেছেন হবু বর-কনে।

শিলচরের নয়াগ্রামের বাসিন্দা দিলওয়ার হুসেন লসকরের সঙ্গে রুবিনার বিয়ে ঠিক হয়েছিল। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। নিজেদের পরিবারের কাছে পরস্পরকে বিয়ে করার অনুমতি চাইলে দুই পরিবারই সম্মতি দেয়।

একটি প্রতিবেদনে বলা হয়, সেই অনুযায়ী বিয়ের আয়োজনও প্রায় শেষ; আর কয়েকদিন পরই বিয়ের কথা ছিল। কিন্তু হঠাৎ বরের বাবা কুতুব উদ্দিন বারো ভুঁইয়ার মাথায় প্রশ্ন জাগে যে দিলওয়ারের নাম এনআরসি তালিকায় আছে কিনা।

দিলওয়ার জানান, নাগরিক পঞ্জির পরীক্ষায় বর পাশ করতে পারেনি। যদিও চূড়ান্ত এনআরসি তালিকা ৩১ আগস্ট বেরোবে, কিন্তু তার আগেই বিয়ে বাতিল করে দেন কুতুব। তার মেয়ের বিয়ে ভারতের নাগরিক নয়, এমন কারো সঙ্গে তিনি দেবেন না বলে জানান। এরপরই দিলওয়ার ও রুবিনা বাড়ি থেকে পালিয়ে যান। দিলওয়ারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কুতুব।

ডেইলি বাংলাদেশ/এমকে