Alexa বিয়ে, না হয় আত্মহত্যা

ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

বিয়ে, না হয় আত্মহত্যা

শাহাজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:২২ ১১ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। মঙ্গলবার দুপুরে নরিনা ইউপির নারানদহ গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, নারানদহ গ্রামের আফছার আলীর ছেলে আছাদের সঙ্গে একই ইউপির টেটিয়ার কান্দা গ্রামের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর ধরে তাদের এ সম্পর্ক চলছিলো। প্রেমিক আছাদ এখন ওই কলেজছাত্রীকে বিয়ে করতে না চাইলে ওই তরুণী মঙ্গলবার দুপুর থেকে আছাদের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে।

ওই কলেজছাত্রী জানান, তাদের দুই বছরের সম্পর্ক। আছাদ এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। এ কারণে সে বাধ্য হয়ে তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছেন। তাদের বিয়ে না দিলে ওই কলেজছাত্রী আত্মহত্যা করবেন।

ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, আমরা উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে কথা বলে মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডেইলি বাংলাদেশ/জেএস