Alexa বিয়ে না করে সজলকে স্বামী দাবি ফারিয়ার!

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

বিয়ে না করে সজলকে স্বামী দাবি ফারিয়ার!

 প্রকাশিত: ২০:৫০ ৬ জুন ২০১৮   আপডেট: ২০:৫১ ৬ জুন ২০১৮

সজল-ফারিয়া

সজল-ফারিয়া

এবার ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালা। আয়োজনে থাকছে হরেক রকমের মজার মজার নাটক। এমনই একটি নাটকের নাম ‘প্রত্যাশার চাঁদরাত’। ফারিয়া হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

এই নাটকে পলাশ চরিত্রে অভিনয় করেছেন সজল ও মায়া চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে!

গল্পে দেখা যাবে, আলতাফ সাহেব ও আতিয়া বানু নিঃসন্তান দম্পতি! তবে বেশ হাঁপিয়ে উঠেছেন দু’জন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের বাড়ির চিলেকোঠা ভাড়া দেবেন।

এতে করে অন্তত অন্যদের সান্নিধ্য পাওয়া যাবে। সে সময় পলাশ নামের এক যুবক আসে বাসা ভাড়া নিতে। কিন্তু আলতাফ সাহেব ব্যাচেলরকে ভাড়া দেবেন না। কাকতালীয়ভাবে হাজির হয় মায়া নামের এক মেয়ে। সে নিজেকে পলাশের স্ত্রী দাবি করে বসে!

ভাড়া দেবেন কি দেবেন না, এ নিয়ে আলতাফ সাহেব ও আতিয়া বানুর মধ্যে ঝগড়া শুরু হয়। তারা সিদ্ধান্ত নেন, বাসা ভাড়া দেবেন তবে দু’জনকে আলাদা থাকতে হবে!

তবে শেষমেশ তারা আলাদা থাকবেন না একসঙ্গে ওই বাসায় উঠবেন তা জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। কারণ নাটকটি চাঁদরাত সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।

ডেইলি বাংলাদেশ/জেডআই