Alexa বিয়ে না করেই সন্তান জন্ম দাও, ভেবে দেখবো!

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

বিয়ে না করেই সন্তান জন্ম দাও, ভেবে দেখবো!

 প্রকাশিত: ১১:৩৬ ৩১ আগস্ট ২০১৮   আপডেট: ১১:৩৬ ৩১ আগস্ট ২০১৮

সালমান খান এবং রানি মুখার্জি

সালমান খান এবং রানি মুখার্জি

রানি মুখার্জি। অভিনয়ের গুণে জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়, পাশাপাশি বলিউডে জুটিয়েছেন অনেক বন্ধু। আর এবার তারই এক বন্ধুকে বিয়ে না করেই সন্তান জন্ম দেয়ার পরামর্শ দিলেন এ নায়িকা। কিন্তু কে সেই বন্ধু?

রানির সেই বন্ধু আর কেউ নন, তিনি হলেন সালমান খান। এই নায়ক বলিউডে নিজের জায়গা যেমন তৈরি করে নিয়েছেন ঠিক তেমনি তার কপালে জুটেছে অসংখ্য তকমা। তার মধ্যে একটি হলো ‘মিস্টার ব্যাচেলর’। 

কেননা সালমান খানের বর্তমান বয়স ৫২ বছর। আর এই বয়সে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি সাল্লু ভাই। তাই বিয়ে না করেই সন্তান জন্ম দেয়ার পরামর্শ দিলেন রানি মুখার্জি। 

সালমান খানের এক রিয়েলিটি শো ‘দশ কা দম’ এ রানি মুখার্জি বলেন, তোমার আর বিয়ে করার দরকার নেই, এখন সন্তানের জন্ম দাও। অভিনেত্রীর এই কথা শুনে হেসে দিলেন সালমান খান আর বললেন, ভেবে দেখবো । 

এদিকে সেই অনুষ্ঠানে স্টেজে আরো উপস্থিত ছিলেন শাহরুখ খান। তিনি ও ভাইজান মিলে বাচ্চাদের ন্যাপি বদলানোর খেলা খেলছিলেন। আর সেই খেলায় শাহরুখকে হারিয়ে দেন সালমান। তখনই রসিকতা করে রানি মুখার্জি এই কথা বলে ওঠেন। 

এছাড়া মেয়েদের মন জয় করতে কীভাবে কথা বলতে সেই বিষয়েও সালমান খানকে পরামর্শ দেন রানি মুখার্জি।

ডেইলি বাংলাদেশ/টিএএস