Alexa বিয়ে করেই মিডিয়া ছাড়ার ঘোষণা ঈশানার

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

বিয়ে করেই মিডিয়া ছাড়ার ঘোষণা ঈশানার

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:১৭ ১২ জুলাই ২০১৯  

ঈশানা খান

ঈশানা খান

টিভি পর্দার পরিচিত মুখ ঈশানা খান। হুট করে বিয়ে সারলেন এ অভিনেত্রী। স্বামী সারিফ চৌধুরী। থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।

বিয়ের আগেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঈশানার। প্রায় দুই বছরের বেশী সময় ধরে প্রেম করেছেন এই যুগল। এরপর বুধবার কাউকে না জানিয়ে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন তারা। তবে পরে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন ঈশানা নিজেই।

বুধবার আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ে প্রসঙ্গে ঈশানা বলেন, আমরা নতুন জীবন শুরু করলাম, সবাই দু’জনের জন্য দোয়া করবেন।

কাউকে না জানিয়ে বিয়ের কারণ? ঈশানা বলেন, আসলে পরিবারতো ছিলই। তবে ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠান এখনো হয়নি। তাই সবাইকে জানানো হয়নি। আর হুট করে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সারিফ চৌধুরী কিছুদিনের ছুটিতে ঢাকায় এসেছেন। ছুটি শেষে তার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ১৩ জুলাই।

ঈশানাও কী এবার তার সফরসঙ্গী হবেন? তিনি বলেন, সঙ্গে যাওয়ার পরিকল্পনা করছি।

গেলে কাজে কবে ফিরবেন? তারকা ঈশানা বলেন, আপাতত কাজে ফিরছি না। এই মুহূর্তে সংসার ছাড়া কিছুই ভাবছি না। তবে ভবিষ্যতে ফিরবো কিনা সেটাও এই মুহূর্তে বলতে পারছি না।

ডেইলি বাংলাদেশ/টিএএস