Alexa বিয়ের সাজে আলিয়া, শুভ কাজ কি সেরেই ফেললেন নায়িকা?

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

বিয়ের সাজে আলিয়া, শুভ কাজ কি সেরেই ফেললেন নায়িকা?

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৫৯ ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১১:০০ ২ সেপ্টেম্বর ২০১৯

আলিয়া ভাট

আলিয়া ভাট

পরনে লাল লেহেঙ্গা, গলায় ভারি গয়না, মাথায় ওড়না, কপালে টিকলি আর হাতে কালিরাস। একদম নব বধূর সাজেই বিয়ের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন আলিয়া ভাট। দুলহার গলায় মালাও পরালে নতুন দুলহান আলিয়া ভাট। তবে কি কিছু না বলেই বিয়েটা সেরে ফেললেন ‘কলঙ্ক’ অভিনেত্রী?

উত্তর ‘না’। এই বিয়েকে সত্যি ভাবার কোনো কারণ নেই। আলিয়ার এই সাজ ফ্যাশান ব্র্যান্ড ‘মান্যবর মোহে’র বিজ্ঞাপনের জন্যই। আর সেখানে এভাবে নব বধূর সাজে ধরা দিয়েছিলেন আলিয়া ভাট। বিয়ের ঠিক আগ মুহূর্তে মেয়েদের মনের মধ্যে কী কী কথা আসে সেগুলোই শোনা গিয়েছে আলিয়ার গলায়। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বিজ্ঞাপনের ভিডিও।

প্রসঙ্গত, আলিয়া আপাতত ব্যস্ত রণবীর কাপুরের সঙ্গে তার প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ে। তবে রণবীরের সঙ্গে বাস্তবেও আলিয়া খুব শীঘ্রই বিয়েটা সেরে ফেলতে চান বলেই বি-টাউনে খবর। 

আলিয়ার মুখেই শুনে নিন বিয়ের আগে মেয়েদের মনে কী কী কথা আসে। ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। 

ডেইলি বাংলাদেশ/টিএএস