Alexa ‘বিয়ের পর আমি…’ কী বললেন রণবীর?

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

‘বিয়ের পর আমি…’ কী বললেন রণবীর?

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:১১ ১৩ মার্চ ২০১৯  

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন

প্রায় চার মাস হতে চলল বিয়ে করেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। ইতালির লেক কোমোতে তাদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান দেখেছিল গোটা বিশ্ব। বিয়ের পর বদলেছে দু’জনেরই জীবন। তবে কতটা বদলেছে সেই কথাই শেয়ার করলেন রণবীর নিজেই।

সম্প্রতি এক সাক্ষাত্কারে রণবীর বলেছেন, আমি এখন সময় মতো ঘুম থেকে উঠি। খেয়ে নিই। কাজে যাই সময় মতো। আবার ঠিক সময়ে ফিরেও আসি। বিয়ের পর ভাল ছেলে হয়ে গিয়েছি।

‘গোলিও কে রাসলীলা রামলীলা’র সেটে প্রেমে পড়েন দম্পতি। ছ’বছর সম্পর্কের পরে বিয়ে করেছেন তারা। পরিবর্তন এসেছে দীপিকার জীবনেও। কিন্তু তা নিয়ে তিনি এখনো মুখ খুলেন নি।

বিয়ের পরও রণবীরের ক্যারিয়ারে আগের মতোই সাফল্য এসেছে। ‘সিম্বা’, ‘গাল্লি বয়’ বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। অন্যদিকে মেঘনা গুলজারের ‘ছপক’-এর শুটিংয়ের ব্যস্ততা চলছে দীপিকার। ওই ছবি দিয়েই আফটার ম্যারেজ অনস্ক্রিন কামব্যাক হবে নায়িকার।

ডেইলি বাংলাদেশ/টিএএস