Alexa বিয়ের আসর থেকে পালানো মেয়েটিই জিতলো স্বর্ণপদক

ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২০,   মাঘ ৮ ১৪২৬,   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

বিয়ের আসর থেকে পালানো মেয়েটিই জিতলো স্বর্ণপদক

ক্রীড়া প্রতিবেদক  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৫৪ ৮ ডিসেম্বর ২০১৯  

রোমান সানার ডানে ইতি খাতুন

রোমান সানার ডানে ইতি খাতুন

চলমান এসএ গেমসে দারুণ একটি দিন পার করেছে বাংলাদেশের অ্যাথলেটরা। এদিন আরচ্যারী ডিসিপ্লিনের দলীয় ও মিশ্র ইভেন্টে দেশের হয়ে স্বর্ণপদক জিতেছেন ইতি খাতুন। অথচ এখানে আসাই তার জন্য ছিল অন্যরকম যুদ্ধ। কারণ বিয়ের আসর থেকে পালিয়ে আরচ্যারীতে এসেছিলেন তিনি। 

সেসময় আর কতই বা বয়স হবে ষষ্ঠ শ্রেণিতে পড়া ইতি খাতুনের? সারাদিন পড়ে থাকতেন তীর ধনুক নিয়ে। সদ্য কৈশোরে পা দেয়ার সে বয়সেই তার বিয়ে ঠিক করে ফেলে পরিবার। 

একদিন তীর-ধনুকের অনুশীলন শেষে বাড়িতে এসে দেখে বাবা তাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। পাত্রপক্ষ বসে আছে বাড়ির বারান্দায়। বিয়ের সব আয়োজন শেষ। এমন মুহূর্তে পালানোর সিদ্ধান্ত নেন ইতি। সোজা চলে যায় আরচ্যারী ফেডারেশনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায়। 

চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ২০১৬ সালের ডিসেম্বরে হওয়া সেই আরচ্যারীর প্রাথমিক বাছাইয়ে প্রথম হয়েছিলেন ইতি। এরপর শুধুই এগিয়ে চলার গল্প। অবশেষে কঠিন সময় পার করে চলতি এসএ গেমসে দেশকে এনে দিলেন স্বর্ণ পদক।

এ জয়ে যেনো ইতি খাতুন আরেকবার প্রমাণ করলেন, চাইলে মেয়েরাও যেকোনো বাঁধা জয় করে এগিয়ে যেতে পারে। 

ডেইলি বাংলাদেশ/এএল