Alexa বিয়ের আগে মানুষকে শরীর দেখানোর কী ছিল!

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

বিয়ের আগে মানুষকে শরীর দেখানোর কী ছিল!

 প্রকাশিত: ১৫:১০ ৩১ আগস্ট ২০১৮   আপডেট: ১৫:২৪ ৩১ আগস্ট ২০১৮

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন। বর্তমানে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রীদের একজন এই নায়িকা। সর্বশেষ পদ্মাবতী ছবিতে অভিনয় করে তাক লাগালেন তিনি। 

এদিকে, দুই মাস পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই নায়িকা। কিন্তু তার আগেই বিকিনি ফটোশ্যুটের মাধ্যমে চমক দেখিয়েছেন দীপিকা। যেখানে সাদা কালো ছবিতে এখন দারুণ বিতর্কে পড়তে হচ্ছে তাকে।

ছবিটি দেখে অনেকেই মন্তব্য করে বসেছেন নায়িকাকে। কেউ কেউ তার ফিগারের প্রশংসা করেছেন। আবার কেউ সমালোচনা করতে ছাড়েননি নায়িকাকে। বলেছেন বিয়ের আগে মানুষকে শরীর দেখানোর কী দরকার! তবে যে যাই বলুক, এসবে কান দিতে চান না দীপিকা।

এদিকে, বিয়ের ১০ দিন আগে থেকে মেয়ে ও জামাইয়ের মঙ্গলের জন্য পুজা রাখতে চান দীপিকার মা। মায়ের সেই ইচ্ছেকে সম্মান জানাতেই রনবীর সিং-দীপিকার বিয়ের সেলিব্রেশন শুরু হচ্ছে ১০ দিন আগে থেকেই।

জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহতেই পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে পৌঁছে যাবেন রনবীর সিং। সেখানেই করা হবে পুজোর আয়োজন। তারপরই ম্যারেজ ডেস্টিনেশন ইতালিতে উড়ে যাবেন এই যুগল।

ডেইলি বাংলাদেশ/জেডআই