Alexa বিড়ালকে অপহরণ করে কলা খাওয়াচ্ছে বানর! (ভিডিও)

ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০১৯,   আশ্বিন ২৯ ১৪২৬,   ১৪ সফর ১৪৪১

Akash

বিড়ালকে অপহরণ করে কলা খাওয়াচ্ছে বানর! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:০৩ ১২ সেপ্টেম্বর ২০১৯  

কোথাও থেকে একটি বিড়ালছানাকে তুলে নিয়ে এসেছে একটি বানর। আর সেই বিড়ালছানাকে কোলে বসিয়ে কলা খাচ্ছে বানরটি। মাঝে মধ্যে বিড়ালছানাটিকেও খাওয়ানোর চেষ্টা করছে সে।

থাইল্যান্ডের রায়োংয়ের এ ঘটনাটি ভিডিও করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছেন চ্যান ডিএফসি নামের এক নারী। তার পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ডেইলি মেইলের প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়, বিড়ালছানাটিকে আশপাশ থেকে 'অপহরণ' করে নিজের কাছে এনে রেখেছিল বানরটি। ভিডিওতে বেশ কিছু নারীকে চিত্‍কার করে বিড়ালটিকে সাবধান করতেও দেখা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, এই ঘটনার পরের দিন বিড়ালছানাকে কোলে নিয়ে বানরটিকে আবার দেখা গিয়েছিল। কিন্তু তার পর থেকে আর তাদের দেখা যায়নি।

ডেইলি বাংলাদেশ/আরএ