Alexa বিশ্ব মেধাসম্পদ দিবস আজ

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

বিশ্ব মেধাসম্পদ দিবস আজ

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:০৬ ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ১২:১৪ ২৬ এপ্রিল ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

বিশ্ব মেধাসম্পদ দিবস আজ। ২৬ এপ্রিল ‘রিচ ফর গোল্ড: আইপি অ্যান্ড স্পোর্টস’প্রতিপাদ্যে বিশ্বের আন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হচ্ছে।

দিবসটিকে কেন্দ্র করে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরসহ (ডিপিডিটি) বিভিন্ন সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে।

গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে মেধাসম্পদ সংরক্ষণ এবং এর যথাযথ ব্যবহার করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আলাদা এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতর (ডিপিডিটি) মেধাসম্পদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে