Alexa বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কসমেটিক সার্জারি

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কসমেটিক সার্জারি

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৩৯ ১৩ মে ২০১৯   আপডেট: ১৫:৪১ ১৩ মে ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিতম্ব ‘বড় বা সুগঠিত’করার অপারেশনকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কসমেটিক সার্জারি। এই অপারেশনের অন্য নাম ‘ব্রাজিলিয়ান বাট-লিফট’। বিশ্বের প্রায় প্রতিটি দেশের মেয়েরাই কম-বেশি এই অপারেশনের দিকে ঝুঁকছে। 

এই অপারেশনের মাধ্যমে শরীরের নানা অংশ থেকে মেদ বের করে, সেই মেদ দিয়ে নিতম্ব ভরাট করে দেয়া হয়। এই অপারেশনে প্রতি তিন হাজার জনে একজন মারাও যেতে পারে। কিছুদিন আগেই এক ব্রিটিশ নারীর মৃত্যু হয়েছে এ অপারেশনে।

নিতম্ব বড় বা সুন্দর করার উপায় উদ্ভাবন করেছেন ডা. ইভো পিটাঙ্গুই।

এই অপারেশনের প্রথম প্রক্রিয়ায় পেট ও উরু থেকে বাড়তি মেদ বের করে নেয়া হয়, যাকে বলে লাইপোসাকশন। এরপর এই মেদ ইনজেকশনের মাধ্যমে নিতম্বে স্থাপন করা হয়। এতে নিতম্ব ভরাট ও গোলাকার হয়। এই অপারেশন প্রচণ্ড যন্ত্রণাদায়ক, সেরে উঠতে সময় লাগে প্রায় ৬ মাস। এমন ঘটনাও ঘটেছে, অপারেশনের ঝুঁকির কথা জানতে পেরে অনেকে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। 

বিবিসি অবলম্বণে স্বরলিপি

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics