Alexa বিশ্বকাপে সর্বকালের সেরা আটে সাকিব

ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০১৯,   আশ্বিন ৩০ ১৪২৬,   ১৫ সফর ১৪৪১

Akash

বিশ্বকাপে সর্বকালের সেরা আটে সাকিব

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:২০ ১৭ জুন ২০১৯   আপডেট: ২২:২৪ ১৭ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রেকর্ডের বরপুত্র বলা হয় সাকিব আল হাসান, ব্রায়ান লারাদের। কিন্তু সেখানে যেনো পরিবর্তন আনতে চলেছেন সাকিব। তিনি খেলবেন আর রেকর্ড হবে না এটা কি করে হয় ? 

তাই তো বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি সেরা ১০ স্পিনারের তালিকায় ৮ নাম্বারে ঢুকে গেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ২৮ উইকেট নিয়ে এ তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। 

সাকিবের আগে রয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার শহীদ আফ্রিদি। তার উইকেট সংখ্যা ৩০টি। তিনি আজ পিছনে ফেলেন লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া ও পাকিস্তান কিংবদন্তি  মুশতাক আহমেদকে। 

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার শ্রীলংকার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরলিধরন। অবসরের আগে ৪০ ম্যাচে ৬৮ উইকেট শিকার করেছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ড স্পিন জাদুকর ড্যানিয়েল ভেট্টরি। ৩২ ম্যাচে তিনি নেন ৩৬ উইকেট।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অস্ট্রেলিয়ার চায়নাম্যান ব্র্যাড হজ, দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির এবং অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনারদের তালিকা

১। মুত্তিয়া মুরলিধরন (শ্রীলংকা)- ৬৮ উইকেট

২। ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)- ৩৬ উইকেট

৩। ব্র্যাড হজ (অস্ট্রেলিয়া)- ৩৪ উইকেট

৪। ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)- ৩৪ উইকেট

৫। শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৩২ উইকেট

৬। অনিল কুম্বলে (ভারত)- ৩১ উইকেট

৭। শহীদ আফ্রিদি (পাকিস্তান)- ৩০ উইকেট

৮। সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৮ উইকেট

৯। সনাথ জয়াসুরিয়া (শ্রীলংকা)- ২৭ উইকেট

১০। মুশতাক আহমেদ (পাকিস্তান)- ২৬ উইকেট 

ডেইলি বাংলাদেশ/এএল/সালি