Alexa বিশ্বকাপে লিটন দাসের রেকর্ড

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৬ ১৪২৬,   ১৭ জ্বিলকদ ১৪৪০

বিশ্বকাপে লিটন দাসের রেকর্ড

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৩০ ১৭ জুন ২০১৯   আপডেট: ২৩:৩৬ ১৭ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পর পর প্রথম তিন বলে তিন ছয় মেরে রেকর্ড গড়লেন লিটন দাস।  

তখন বাংলাদেশের ইনিংসের ৩৮তম ওভার চলছে। স্ট্রাইকে লিটন দাস। পরপর তিন বল খেললেন লিটন, আর এর মাধ্যমেই প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ডটি করে ফেললেন লিটন দাস। 

রেকর্ডটি হলো বিশ্বকাপের মঞ্চে প্রথম বাংলাদেশী হিসেবে একটানা ৩ বলে ৩ ছয় মারার। 

গ্যাব্রিয়েলের প্রথম বলেই পুল করে ৬ মারেন লিটন। পরের বলে বুদ্ধিমত্তার সাথে লং অফে পাঠিয়ে দেন বল। গ্যাব্রিয়েলের পরের বলে ফাইন লেগ অঞ্চল দিয়ে ছয় মেরে প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ড করেন লিটন।

লিটনের ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসে আর সাকিবের ১২৪ রানে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৩২২ রানের বড় স্কোর টপকে বাংলাদেশ জিতে যায় ৭ উইকেট হাতে রেখেই। 

ডেইলি বাংলাদেশ/এএল/সালি