Alexa বিশ্বকাপে দলগুলোর অফিসিয়াল স্লোগান

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বিশ্বকাপে দলগুলোর অফিসিয়াল স্লোগান

 প্রকাশিত: ১০:১২ ৭ জুন ২০১৮   আপডেট: ০০:৪৩ ৯ জুন ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব দুয়ারে কড়া নাড়ছে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপ। আর মাত্র ৬ দিন পরই আয়োজক দেশ রাশিয়ায় পর্দা ওঠতে যাচ্ছে ফুটবলের এই সবচেয়ে বড় আয়োজনটির, যেখানে প্রাথমিকভাবে গ্রুপ পর্বে অংশ নিচ্ছে বিশ্বের ৩২টি দেশ। এরই মধ্যে বিশ্বকাপে অংশ নেয়া এই দলগুলোর অফিশিয়াল স্লোগান প্রকাশ করেছে ফিফা।

অনলাইন জরিপের মাধ্যমে সর্বোচ্চ ভোট পাওয়া স্লোগানগুলো নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ভক্তদের অনলাইনে ভোটের মাধ্যমে মোট ৯৬টি স্লোগান থেকে ৩২ দেশের স্লোগান বেছে নেয়া হয়েছে।

প্রতিটি দেশের অফিশিয়াল স্লোগানগুলো বাংলায় অনুবাদ করলে এমনটি দাঁড়ায়-

১.. আর্জেন্টিনা: একটি স্বপ্নের জন্য এক সঙ্গে।

২. জার্মানি: চলো একসঙ্গে ইতিহাস লিখি।

৩. বেলজিয়াম: রেড ডেভিলরা নেমেছে মিশনে।

৪. ব্রাজিল: পাঁচ নক্ষত্রেরও বেশি, ২০ কোটি হৃদয়ে।

৫. কলম্বিয়া: এক স্বপ্ন, তিন রং আর পাঁচ কোটি হৃদয়।

৬. কোস্টারিকা: কোনোকিছুই অসম্ভব নয় যখন একসঙ্গে খেলে পুরো দেশ।

৭. ক্রোয়েশিয়া: ছোট দেশ, বড় স্বপ্ন।

৮. ডেনমার্ক: একসঙ্গে আমরা গড়ব ইতিহাস।

৯. ইংল্যান্ড: আমাদের বিজয়ী পাঠাও।

১০. মিসর: যখন তুমি ফারাওদের কিছু বলবে, সারা বিশ্ব অবশ্যই উঠে দাঁড়াবে আর শুনবে।

১১. ফ্রান্স: তোমাদের শক্তি, আমাদের স্বপ্ন! জেগে উঠো লা ব্লুজরা।

১২. অস্ট্রেলিয়া: সাহসী হও, হও দুঃসাহসী, সকারুদের মতো স্বর্ণ-সবুজে।

১৩. আইসল্যান্ড: চলো আমাদের স্বপ্নকে সত্যি করি।

১৪. ইরান: ৮ কোটি মানুষ, একটি দেশ, একটি হৃদস্পন্দন।

১৫. জাপান: সামুরাই ব্লু, এখনই লড়াইয়ের সময়!

১৬. সাউথ কোরিয়া: এশিয়ার বাঘ, বিশ্বের বিজেতা।

১৭. মেক্সিকো: মেক্সিকোয় তৈরি, তৈরি বিজয়ের জন্য

১৮. মরক্কো: অ্যাটলাসের সিংহ, মরক্কোর গর্ব।

১৯. নাইজেরিয়া: আফ্রিকার গর্বের পাখা।

২০. পানামা: দুই সাগরের শক্তি পানামা।

২১. পেরু: এই তো আবারও আমরা। ৩ কোটি পেরুভিযান ফিরবে এখানেই।

২২. পোল্যান্ড: এগিয়ে চলো পোল্যান্ড।

২৩. পর্তুগাল: অতীত গর্বের, বর্তমান ইতিহাসের।

২৪. রাশিয়া: হৃদয় খুলে খেল।

২৫. সৌদি আরব: মরুভূমির বীর।

২৬. সেনেগাল: সেনেগালিজদের কাছে অসম্ভব বলে কিছু নেই।

২৭. সার্বিয়া: এক দল, এক স্বপ্ন, এক সার্বিয়া।

২৮. স্পেন: এক সঙ্গে আমরা অপ্রতিরোধ্য।

২৯. সুইডেন: সুইডেনের জন্য এক সঙ্গে।

৩০. সুইজারল্যান্ড: চার ভাষা, এক জাতি।

৩১. তিউনিসিয়া: হাতে রেখে হাত ঈগলরা আসছে রাশিয়ায়।

৩২. উরুগুয়ে: সূর্যের আলোকে রাশিয়ার আকাশ হবে আলোকিত নীল।

উল্লেখ্য, প্রত্যেকটি দেশের স্লোগান তাদের নিজ নিজ টিম বাসে লেখা থাকবে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics