Alexa বিশেষ অফার, ৯৯ টাকায় রেডমি স্মার্টফোন! 

ঢাকা, শনিবার   ১৯ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

বিশেষ অফার, ৯৯ টাকায় রেডমি স্মার্টফোন! 

তথ্য প্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৫২ ৩ অক্টোবর ২০১৯  

সংগৃহীত

সংগৃহীত

‘পেটম মাহা কেশব্যাক কার্নিভাল’ এ ভারতীয় ৯৯ টাকায় রেডমি স্মার্টফোন কেনা যাবে। এছাড়াও ১ টাকায় মিলবে বাজেট স্মার্টফোন। বৃহস্পতিবার থেকে ৬ অক্টোবর পর্যন্ত ক্র্যাকার ডিল চলবে।

অ্যামাজন আর ফ্লিপকার্ট এর সঙ্গেই পেটম এ শুরু হয়েছে দীপাবলি অনুষ্ঠানের বিক্রি। ৬ অক্টোবর পর্যন্ত চলবে। আর এই কার্নিভালেই থাকছে একাধিক ‘ক্র্যাকার ডিল’।

যারা এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে বেরাতে যাবেন বা গিয়েছেন তারাও ভারতীয়দের সহযোগীতায় এই অফার গ্রহণ করতে পারেন।

এইচডিএফসি ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে অন্তত পাঁচ হাজার টাকার (রুপি) কেনাকাটায় ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহক। ইএমআই ট্রানজাকশনেও এই সুবিধা পাওয়া যাবে। তবে এসব সুবিধাই ভারতীয়দের জন্য।

এছাড়াও ‘মাহা কেশব্যাক কার্নিভাল’ সেলে অ্যাপেল, স্যামসাং, ওপপো, ভিভো, শাওমিসহ সব জনপ্রিয় কোম্পানির স্মার্টফোন সস্তা হয়েছে। এই সেলে কেনাকাটা করলে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ১৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।

ডেইলি বাংলাদেশ/এমকে