Alexa বিশেষ অঙ্গ বড় না করায় বাদ নায়িকা!

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

বিশেষ অঙ্গ বড় না করায় বাদ নায়িকা!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৪৭ ২৬ এপ্রিল ২০১৯  

সোনালি সেগল

সোনালি সেগল

‘দিদি তেরা দিওয়ানা’ গানটি নব্বই দশকের জনপ্রিয় গানের তালিকায় শীর্ষে ছিলো। এই গানে মাধুরী দীক্ষিতের কোমরের খেইল দেখে কাত ছিলো তার ভক্তকূল। তবে এই গানে আরো একজন ছিলেন। তিনি সোনালি সেগল।

আজকাল সোনালিকে আর তেমনভাবে দেখা যায় না। তবে বলিউডের কিছু তথ্য ফাঁস করে নতুন করে আবারো আলোচনায় এসেছেন এই লাস্যময়ী। 

ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, তার নায়িকা হওয়ার অনেক সুযোগ ছিল এবং প্রস্তবও পেয়েছিলেন তিনি। কিন্তু নানা কারণে ও আপত্তিকর অনেক অভিজ্ঞতার কারণে সে সুযোগ হাতছাড়া হয়ে যায় তার।

সম্প্রতি তিনি ফাঁস করলেন ভয়ঙ্কর এক তথ্য। আর সেটাই এখন ভাইরাল। এক সাক্ষাৎকারে সোনালি জানান, স্তন বড় না করার কারণে তাকে একটি কাজ ছেড়ে দিতে হয়েছিলো।

বলিউডের এক বিখ্যাত পরিচালক তাকে বলেছিলেন শরীরের গঠন ও স্তন বড় করার জন্য নায়িকাকে সার্জারি করতে হবে। কিন্তু তিনি সে প্রস্তাবে রাজি হননি। আর তাই এ কারণে তাকে বাদ দেয়া হয়।

এই ঘটনার ইমোশনাল ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছিল নায়িকা। একই সঙ্গে নিজেকে বাহবা দিয়েছিলেন নায়িকা, কেননা অন্যায়ের কাছে মাথা নত না করার সাহস দেখানোর জন্য।

ডেইলি বাংলাদেশ/টিএএস