Alexa বিশুদ্ধ পানি সংকটে বিশ্বের ১১ শহর

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৮ সফর ১৪৪১

Akash

বিশুদ্ধ পানি সংকটে বিশ্বের ১১ শহর

 প্রকাশিত: ১৮:৩৯ ১২ ফেব্রুয়ারি ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

বদলে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া। কমছে পানি প্রবাহ, এর সঙ্গে বৃদ্ধি পাচ্ছে খরা। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, আফ্রিকার কেপটাউনে চলছে চড়ম পানি সংকট। একইভাবে বিশ্বের আরো ১১টি শহর বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়তে যাচ্ছে।

এর প্রধান কারণ হিসেবে জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তনসহ মানুষের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তকেই দায়ী করা হচ্ছে।

ব্রাজিলের সাও-পাউলো শহরে বর্তমানে ভয়াবহ খাবার পানির সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০১৭ সালে বিশুদ্ধ পানি ১৭ শতাংশের নিচে নেমে যাওয়ায় ভবিষ্যতে আরো সংকটের মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ভারতের দক্ষিণ ব্যাঙ্গালুরুতে ৮৫ ভাগ পানি শুধু কৃষি এবং শিল্প কাজেই ব্যবহৃত হয়। ফলে সেখানেও বিশুদ্ধ পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে। বিশ্বের অন্যতম ঘনবসতি দেশ চীনের বেইজিংয়ে মাত্র ৭ শতাংশ নিরাপদ পানি রয়েছে বলে গবেষণায় উঠে আসে।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানায়, মিশরের কায়রোতে ৯৭ শতাংশ মানুষ নীল নদের পানির উপর নির্ভরশীল। যদিও দেশটিতে বেশির ভাগ মানুষ পানির দুষণে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

এদিকে ভূ-পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৪০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। রাশিয়ায় বিশ্বের সবেচেয়ে পানি সংরাক্ষণাগার থাকার পরও মস্কোতেও দেখা যায় পানির সংকট।

বিশ্বের আধুনিক শহর লন্ডন, জাপানের রাজধানী টোকিও, ইস্তামবুলসহ মেক্সিকান সিটিতেও বিশুদ্ধ নিরাপদ পানির সমস্যা দিন দিন বেড়েই চলছে। এ অবস্থা চলতে থাকলে আগামীতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে গবেষণায় উঠে আসে।

ডেইলি বাংলাদেশ/সালি